Hours : রবিবার থেকে বৃহস্পতিবার -সকাল ১০.০০ টা থেকে বিকাল ৪.০০ টা পর্যন্ত, শুক্রবার ও শনিবার বন্ধ।
  • |

মাহবুবুল হক উচ্চ বিদ্যালয়

MAHBUBUL HAQUE HIGH SCHOOL

স্থাপিত:১৯৯১ খ্রি.ইআইআইএন :১০৬৫৭২
সর্বশেষ

ফরহাদনগর অত্যন্ত সম্ভাবনাময় একটি ইউনিয়ন হওয়া স্বত্বেও নারী শিক্ষায় পিছিয়ে ছিল দীর্ঘদিন। সময়ের বিবর্তনে বর্তমান শিক্ষা ক্ষেত্রে এসেছে বিরাট পরিবর্তন। আর সে পরিবর্তনের ধারায় মরহুম মাহবুবুল আলম তারা (সাবেক হুইপ) এর উদ্যোগে ও কিছু সংখ্যক শিক্ষা সচেতন ব্যক্তির উৎসাহ ও নিরলস প্রচেষ্টায় স্থানীয় এলাকাবাসীর আশা আকাংখার প্রেক্ষিতে প্রতিষ্ঠিত হয়েছে ‘‘মাহবুবুল হক উচ্চ বিদ্যালয় ’’ টি। বিশিষ্ট দানবীর ও শিক্ষানুরাগী মরহুম মাহবুবুল আলম তারা (সাবেক হুইপ) এককভাবে এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করে আমাদেরকে করেছেন চির ঋণী। এ প্রতিষ্ঠানের প্রতি স্থানীয় সুধিজনের মনোভাব অত্যন্ত উৎসাহব্যঞ্জক এবং এলাকার বিশিষ্ট ও মহৎপ্রাণ ব্যক্তিবর্গ, গর্ভনিংবডির সদস্যবৃন্দ, যারা এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় উৎসাহ যুগিয়েছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। এ প্রতিষ্ঠান কোমলমতি শিক্ষার্থীদের সুশিক্ষা ও উন্নত নৈতিক চরিত্র গঠনের নিশ্চয়তা বিধানে দৃঢ় প্রতিজ্ঞ। বিগত বছরে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও নিষ্ঠাবান শিক্ষক এবং সুদক্ষ গভর্নিংবডির সদস্যবৃন্দের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি বোর্ড পরীক্ষায় খুবই ভাল ফলাফল করতে সক্ষম হয়েছে। প্রতিষ্ঠানটি মনোরম একটি একাডেমিক ভবন, বাউন্ডারী ওয়াল ও গেইট নির্মান করা হয়েছে। বর্তমানে একটি বহুতল ভবনের নির্মাণ কাজ চলমান রয়েছে। আশা করছি সকলের উৎসাহ ও সহযোগিতায় প্রতিষ্ঠানটি অত্র এলাকার শিক্ষার প্রাণ কেন্দ্রে পরিনত হবে।

শুভেচ্ছান্তে

সভাপতি