Hours : রবিবার থেকে বৃহস্পতিবার -সকাল ১০.০০ টা থেকে বিকাল ৪.০০ টা পর্যন্ত, শুক্রবার ও শনিবার বন্ধ।
  • |

মাহবুবুল হক উচ্চ বিদ্যালয়

MAHBUBUL HAQUE HIGH SCHOOL

স্থাপিত:১৯৯১ খ্রি.ইআইআইএন :১০৬৫৭২
সর্বশেষ

ফেনী সদর উপজেলাধীন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাহবুবুল হক উচ্চ বিদ্যালয়টি  প্রত্যন্ত গ্রামে ১৯৯১ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়ে অধ্যাবধি জ্ঞানের আলো বিতরণ করে আসছে। বিদ্যালয়টিতে পড়ালেখার মান অত্যন্ত ভালো হওয়ায় বিগত পাবলিক পরীক্ষাসমূহে ঈর্ষনীয় ফলাফল করে। খেলাধুলার ক্ষেত্রেও  বিদ্যালয়টি উপজেলা ও জেলা পর্যায়ে বেশ কয়েকবার সফলতা দেখিয়েছে। পাশাপাশি বিদ্যালয়ে বয়স্কাউট এবং  গার্লস স্কাউটসহ রেড ক্রিসেন্ট কার্যক্রম নিয়মিত পরিচালিত হয়। বিদ্যালয়ে বর্তমানে ৩৫০ জন ছাত্রছাত্রী  অধ্যয়ন করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, গত বছরের ঘটে যাওয়া স্মরণকালের ভয়াবহ বন্যায় বিদ্যালয়ে প্রবেশের রাস্তাটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। পায়ে হেঁটে কিংবা সাইকেলযোগে শিক্ষক শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশের সময় ছোটখাট দুর্ঘটনাসহ নানান ভোগান্তিতে পড়তে হচ্ছে। তাছাড়াও অএ বিদ্যালয় ক্যাম্পাসে মধ্য ফরহাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধ্য ফরহাদনগর কমিউনিটি ক্লিনিক অবস্থিত। ক্যাম্পাসের বাইরে  ওয়াসিল মুন্সি বাড়ি জামে মসজিদ রয়েছে।