Hours : রবিবার থেকে বৃহস্পতিবার -সকাল ১০.০০ টা থেকে বিকাল ৪.০০ টা পর্যন্ত, শুক্রবার ও শনিবার বন্ধ।
  • |

মাহবুবুল হক উচ্চ বিদ্যালয়

MAHBUBUL HAQUE HIGH SCHOOL

স্থাপিত:১৯৯১ খ্রি.ইআইআইএন :১০৬৫৭২
সর্বশেষ

বিশিষ্ট দানবীর ও শিক্ষানুরাগী মরহুম মাহবুবুল আলম তারা (সাবেক হুইপ) এককভাবে মাহবুবুল হক উচ্চ বিদ্যলয় প্রতিষ্ঠা করেছেন।  এলাকার বিশিষ্ট ও মহৎপ্রাণ ব্যক্তিবর্গ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, যারা এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় উৎসাহ যুগিয়েছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। এ প্রতিষ্ঠান কোমলমতি শিক্ষার্থীদের সুশিক্ষা ও উন্নত নৈতিক চরিত্র গঠনের নিশ্চয়তা বিধানে দৃঢ় প্রতিজ্ঞ। বিগত বছরে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও নিষ্ঠাবান শিক্ষক এবং সুদক্ষ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি বোর্ড পরীক্ষায় খুবই ভাল ফলাফল করতে সক্ষম হয়েছে। প্রতিষ্ঠানটিতে মনোরম একটি একাডেমিক ভবন, বাউন্ডারী ওয়াল ও গেইট নির্মান করা হয়েছে। বর্তমানে একটি বহুতল ভবনের নির্মাণ কাজ চলমান রয়েছে।